Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরিপূর্ণতা অনুমোদন হওয়ায় মৌকারা পীরের অভিনন্দন

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

জাতীয অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি- একনেক’র সভায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মান ও অবকাঠামো উন্নয়নসহ সার্বিক পরিপূর্ণতার বিষয়টি মঙ্গলবার অনুমোদন হয়েছে। আর এটি অনুমোদন পাওয়ায় জাতিরজনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনামন্ত্রী কুমিল্লার কৃতি সন্তান আ হ ম মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়’র স্বপ্ন বাস্তবায়নের রূপকার দৈনিক ইনকিলাব সম্পাদক ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কেন্দ্রিয় সভাপতি আলহাজ এ এম এম বাহাউদ্দিনকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন কুমিল্লা জমিয়াতের সভাপতি মৌকারা দরবারের পীর আলহাজ শাহ মুহাম্মদ নেছারউদ্দিন ওয়ালীউল্লাহীসহ সংগঠনের কুমিল্লা জেলার নেতৃবৃন্দ। জমিয়াতের প্রেসবিজ্ঞপ্তিতে মৌকারা দরবারের পীর নেছার উদ্দিন জানান, মাদরাসা শিক্ষার উন্নয়ন ও আধুনিকায়নে একটি স্বতন্ত্র আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দেশের আলেম ওলামায়ে মাশায়েখগণ দাবী জানিয়ে এসেছেন। মাদরাসা শিক্ষকদের সংগঠন জমিয়াত প্রতিষ্ঠার মধ্যদিয়ে এদাবীর আন্দোলনকে বেগবান করে তুলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মাওলানা আবদুল মান্নান (রহ.)। ওনার মত্যুর পর এসংগঠনের হাল ধরে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীকে তরান্বিত করেন জমিয়াতের বর্তমান সভাপতি ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দিন। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেন এবং অস্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরুর বিষয়ে ভূমিকা রাখেন। একনেক’র সভায় এ প্রকল্পের অনুমোদনের মধ্যদিয়ে প্রধানমন্ত্রীর আন্তরিকতা ফুটে ওঠেছে। আর পরিকল্পনামন্ত্রীর আন্তরিক সদিচ্ছার বহি:প্রকাশ ঘটেছে এবং জমিয়াত সভাপতি এ এম এম বাহাউদ্দিনের সুযোগ্য নেতৃত্বের পথ ধরে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আজকে পরিপূর্ণতার জায়গায় এসে দাঁড়িয়েছে। আগামীদিনে এ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ইসলামি শিক্ষা বিকশিত ও সম্প্রসারিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ