Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন কিলোমিটার সড়কে জনদুর্ভোগ চরমে

লোহাগাড়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের পহরচাঁন্দা গ্রামের সড়কটি চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। গাড়ীতো দুরের কথা বর্তমানে বর্ষায় হেটে চলাও দায় হয়ে পড়েছে। পহরচাঁন্দা বৌদ্ধ মন্দির থেকে গাবতল পর্যন্ত দীর্ঘ ৩ কিলোমিটার কাচাঁ সড়কটি দেখলে মনে হবে সড়ক নয় যেন চাষের জমি। শুস্ক মৌসুমে কোনমতে চলাচল করা গেলেও বর্ষাজুড়েই থাকে চলাচলের অযোগ্য। স্থানীয়রা বিগত কয়েক বছর ধরে উপর মহলে অনেক দেন দরবার করেও কোন প্রতিকার পায়নি। ২০১৩-১৪ অর্থ বছরে পহরচাঁন্দা ষ্টেশন হতে ১ কিলোমিটর ব্রিক সলিন করা হলেও আরো বাকী ৩ কিলোমিটার সড়কে এখনো উন্নয়নের ছোয়া লাগেনি। সড়কটি দিয়ে প্রতিদিন ৫ হাজারের অধিক মানুষের যাতায়াত রয়েছে। এলাকার সাধারন জনগন, কৃষক, বৃদ্ধ, স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষের একমাত্র যোগাযোগ মাধ্যম এই একটি সড়ক। বর্ষায় কাদামাটির উপর দিয়ে কৃষকরা তাদের কৃষিপন্য বাজারজাত করতে নিয়ে যেতে পারে না পাশপাশি অভিভাবকরাও তাদের ছোট ছোট বাচ্চাদের নিয়মিত স্কুলে নিয়মিত পাঠাতে পারছেনা। এছাড়াও রোগীদের পড়তে হয় চরম ভোগান্তিতে গর্ভবতী মহিলাদের কষ্টের সীমা থাকে না। স্থানীয় বেলাল উদ্দীন চৌধুরী বলেন, জনপ্রতিনিধিরা নির্বাচন আসলে আশ^াস দিয়ে দিয়ে নির্বাচনী বৈতরনী পার করে যায়। নির্বাচনের পর এলাকায় আর তাদের দেখা মেলে না। এলাকাবাসী সড়কটি সংস্কারের জন্য উপর মহলের হস্তক্ষেপ কামনা করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ