Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাধবপুরে বাস টার্মিনাল নেই মহাসড়কে তীব্র যানজট

মাধবপুর (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদর এখন যানজটের শহরে পরিনত হয়েছে। উপজেলা সদরের ঢাকা-সিলেট মহাসড়কসহ প্রায় প্রতিটি সড়কেই যানজট লেগে রয়েছে। যানবাহনের জন্য কোনো বাস টার্মিনাল না থাকায় দূরপাল্লার ও অভ্যন্তরীন সড়কে চলাচলকারী বাস, ট্রাক, মাইক্রোবাস, মেক্সী, সিএনজি ও অটোরিক্সা সহ সব ধরনের যানবাহন মাধবপুর মহাসড়কের উপর দাঁড় করিয়ে যাত্রী ও পণ্য উঠানামা করে। প্রতিদিন এ রাস্তার উপর শত শত বিভিন্ন যানবাহন দাঁড়িয়ে থাকার কারণে মহাসড়কে যানজট এখন নিত্যদিনের ঘটনা। মাধবপুরে যানবাহনের জন্য বাস টার্মিনালের দাবি করে আসছে পরিবহন শ্রমিকরা। কিন্তু জায়গা না থাকায় বাস টার্মিনাল নির্মাণ করা সম্ভব হচ্ছে না। মহাসড়কের পাশে সুবিধাজনক জমি না থাকায় বাস টার্মিনাল নির্মাণ অনিশ্চিত হয়ে পড়েছে। গত এক বছর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহাসড়কের উপর গাড়ি দাঁড় করিয়ে রাখার অভিযোগে অভিযান পরিচালনা করে। এতে কিছুদিন মহাসড়কে সকল প্রকার যানচলাচল এলোমেলো ভাবে দাঁড় করিয়ে রাখার প্রবণতায় হ্রাস পায়। কিন্তু কিছু দিন যেতে না যেতেই আবার মহাসড়কে পুরোনো চেহারা ফুটে উঠেছে। এখন বাস, ট্রাক, মেক্সি, সিএনজি চালিত অটোরিক্সা সহ সকল প্রকার যানবাহন রাস্তার উপর দাঁড় করিয়ে যাত্রী ও পণ্য উঠানামা করা হয়। শ্রমিক নেতারা জানান, যানবাহনের জন্য টার্মিনাল নির্মাণ না করা হলে এ সমস্যা দুর হবে না। আমরা দীর্ঘদিন ধরে টার্মিনাল নির্মাণের জন্য প্রশাসনের নিকট দাবি করে আসছি। কিন্তু এটি নিমার্ণ করা হচ্ছে না। যে কারণে যানজট রয়েছে। মাধবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ জানান, মহাসড়কে যানজট মাধবপুরের একটি বিরাট সমস্যা। একটি বাস টার্মিনাল নির্মাণ করে সকল পরিবহন এখান থেকে সরানো হলে এ সমস্যা দুর হবে। এ ব্যাপারে সরকারের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে এ সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ