রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দেশের দু’স্থানে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে ৪২ জন। এ সংক্রান্ত আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, চট্টগ্রামের বাঁশখালী থেকে শ্রমিক নিয়ে আসার পথে কেইপিজেডের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারীসহ ৭ শ্রমিক আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় আনোয়ারা উপজেলার বরুমছড়া রাস্তারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান,বাঁশখালী থেকে আনোয়ারাস্থ কোরিয়ান ইপিজেডের সু-ফ্যাক্টরীতে আসার পথে শ্রমিক-কর্মচারীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে নারী শ্রমিকসহ ৭ জন আহত হন। বাসের চালকসহ স্থানীয়রা আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। আহতরা হলেন,জাহেদা আকতার, বেবী আকতার,জয়নাল আবেদীন, শারমিন আকতার, বেলাল উদ্দিন, সায়মা আকতার ও লিজা আকতার। তাদের সবার গ্রামের বাড়ি বাঁশখালী উপজেলায় বলে জানা গেছে।
সাটুরিয়া (মানিকগঞ্জ) উপজেলা সংবাদদাত জানান, মানিকগঞ্জের সাটুরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩৫ যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বালিয়াটী পশ্চিম বাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুঘটনার পর আহত যাত্রীদের স্থানীয়রা উদ্ধার করে সাটুরিয়া হাসপাতালে নিয়ে গেলে ২৫ জন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। ৮ জন কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর গুরুতর আহত ২ জনকে মানিকগঞ্জ সদর হসপিটালে রেফার্ড করা হয়েছে। বিষয়টি বালিয়াটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রুহুল আমিন নিশ্চিত করেছে। সাটুরিয়া হাসপাতালের জুরুরী বিভাগের চিকিৎসক জানায়, বাসে দুর্ঘটনায় প্রায় ৩৫ জন যাত্রী আসে। আমরা ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেই। গুরুতর আহত রোগী আসে ১০ জন। এদের মধ্যে ৮ জন কে ভর্তি করে ২ জনকে মানিকগঞ্জ সদর হসপিটালে রেফার্ড করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।