Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রিন্সিপাল লাঞ্ছিতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ল²ীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

রামগঞ্জ উপজেলা কচুয়া আহমদিয়া ফাযিল মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ আজাদ হোসেনকে লাঞ্চিতের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মাদ্রাসা অভ্যন্তরে এক জরুরী বৈঠকে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান আকম রুহুল আমিন এ তদন্ত কমিটি গঠন করেন। উক্ত তদন্ত কমিটি আগামী ১০ দিনের মধ্যে ঘটনার তদন্ত সাপেক্ষে লিখিত প্রতিবেদন দাখিল করবে। তদন্ত কমিটিরর সদস্যগণ হলেন, প্রতিষ্ঠানের গভর্নিং বডির সহ সভাপতি মোঃ ইলিয়াছ মেম্বার, শিক্ষক প্রতিনিধি আঃ গোফরান, ভাইস প্রিন্সিপাল মাছুম ফারুকী, সিনিয়র শিক্ষক গোলাম কিবরিয়া এবং ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের একজন সদস্য। উল্লেখ্য, গত বুধবার দুপুরে মাদ্রাসার রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক কামরুল হাসান রাসেলের সহযোগীতায় এবতেদায়ী শিক্ষক মোঃ ইছমাইল হোসেন প্রিন্সিপাল আজাদ হোসেনকে নিজ কক্ষে শারিরীক লাঞ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ