রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সান্তাহার-বগুড়া মহাসড়কে একাধিক স্থানে বড় বড় গড়তের সৃষ্টি হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। পশ্চিম বগুড়ার জনগুরুত্বপৃর্ণ শহর সান্তাহার, আদমদীঘি ও পার্শ্ববর্তী নওগাঁ ও এজেলার আত্রাই, রাণীনগর, এবং আশপাশের জেলা ও উপজেলার বগুড়ার সাথে যোগাযোগের একমাত্র সড়ক সান্তাহার-বগুড়া মহাসড়ক। এ মহাসড়কের সান্তাহার পূর্ব ঢাকারোড থেকে আদমদীঘির বাসস্ট্যান্ড পর্যন্ত একাধিক স্থানে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে এ সড়কে মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচাল করছে ঢাকাগামী বাস, মালবাহি ট্রাক, সিএনজি, ইজিবাইকসহ বিভিন্ন প্রকার যানবাহন। ভঙ্গা ও গর্ত হওয়া স্থানে ইট ও মাটি ভরাট করে যানবাহন চলাচল করলেও বর্তমানে গর্তগুলো মরণ ফাঁদে পরিণত হয়েছে। যেকনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সান্তাহার থেকে আদমদীঘির বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে এক ঘণ্টারও বেশী সময় লেগে যায়। এতে যাত্রী সাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হয়। এ ব্যাপারে ভুক্তভোগী যাত্রী সাধারণ সেতু মন্ত্রী ও সড়ক বিভাগের দায়ীত্বশীল কর্মকর্তাদের দৃষ্টি কামনা করে ভেঙে যাওয়া সড়কের গর্তের স্থানগুলো জরুরী ভিত্তিতে মেরামত কিংবা সংস্কার করার দাবি জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।