রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গোপালগঞ্জে স্কুলছাত্রী মেয়ের সেই উত্ত্যক্তকারী বখাটে আকাশকে (২২) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। আকাশ স্কুলছাত্রীর পিতা কাজী মাহাবুব হত্যাকান্ডের মূল অভিযুক্ত। এ হত্যার প্রায় তিন মাস পর বুধবার রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নাগরা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গোপালগঞ্জ সিআইডির পরিদর্শক দীপক কুমার সিকদার আকাশকে গ্রেফতারের কথা স্বীকার করে জানান, আদালতের মাধ্যমে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া এ ঘটনায় বাকি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। নিহত কাজী মাহবুবের স্ত্রী তাপসী রাবেয়া, প্রতিবেশী শেখ বদরুল আলম নাসিম জানান, শহরের পাবলিক হল রোডের বাসিন্দা কাজী মাহবুবের মেয়ে শহরের বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণীতে পড়ত। স্কুলে যাতায়াতের সময় বখাটে আকাশ প্রায়ই তাকে উত্ত্যক্ত করতে। আকাশকে বেশ কয়েকবার বারন করার পরও সে এ কাজ করেই যাচ্ছিলো। অতিষ্ঠ হয়ে কাজী মাহবুব বিষয়টি পুলিশকে জানান। প্রায় ১ বছর আগে পুলিশ আকাশকে আটক করে। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়। এরই প্রতিশোধ নিতে আকাশ ও তার চার সহযোগী চলতি বছরের ১৫ জুলাই কাজী মাহবুবকে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। ওই দিন কাজী মাহবুবকে প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তিকরা হয়। সেখানের তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই সন্ধ্যা ৭টার দিকে কাজী মাহাবুব মারা যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।