রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সৈয়দপুরে আন্তর্জাতিক সার উন্নয়নকেন্দ্রের (আইএফডিসি) উদ্যোগে কৃষি উন্নয়নে ‘টেকসই মাটি ব্যবস্থাপনা অংশ’ প্রকল্পের দিনব্যাপী এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে সৈয়দপুর উপজেলা কৃষি প্রশিক্ষণকেন্দ্রে ওই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) গোলাম মো. ইদ্রিস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক সার উন্নয়নকেন্দ্রের (আইএফডিসি) কৃষি বিশেষজ্ঞ ড. শাহরুখ আহম্মেদ ও মৃত্তিকা বিজ্ঞানী মো. মাইনুল হাসান। এতে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কামারপুকুর বøকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা কৃষিবিদ বাসুদেব দাস।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছা. হোমায়রা মন্ডল সভাপতিত্ব করেন। আন্তর্জাতিক সার উন্নয়নকেন্দ্রের (আইএফডিসি) ফিল্ড-কো-অর্ডিনেটর আবু জাফর মুহম্মদ নূরনবী উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। আন্তর্জাতিক সার উন্নয়নকেন্দ্রের (আইএফডিসি) কৃষি বিশেষজ্ঞ ড. শাহরুখ আহম্মেদ ও মৃত্তিকা বিজ্ঞানী মো. মাইনুল হাসান প্রশিক্ষণ প্রদান করেন। দিনব্যাপী প্রশিক্ষণে সৈয়দপুর উপজেলা কামারপুকুর কৃষি বøকের ২৫ জন কৃষক-কৃষাণী ও পাঁচজন খুচরা সার ব্যবসায়ীসহ সর্বমোট ৩০ জন অংশ নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।