Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে প্রতারণার অভিযোগে বেসরকারি সংস্থার ৪ কর্মকর্তা-কর্মচারী গ্রেফতার

| প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার : একটি মুঠফোন কোম্পানি থেকে প্রায় ৩০ লাখ টাকার ফোন কিনে টাকা পরিষোধে প্রতারণার আশ্রয় নেয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় সাভারে বেসরকারি ‘মাদার আপল্যান্ড‘ নামের একটি প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের চার কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)। গত প্রায় পাঁচ মাস আগে সাভার পৌরএলাকার রেডিও কলোনিতে মহাসড়কের পাশে একটি নির্মাণাধীন ছয়তলা ভবনের ১, ২ ও ৩ তলা ভাড়া নিয়ে ‘মাদার আপল্যান্ড‘ নামে একটি সংস্থা চালু হয়। তাদের সাইনবোর্ডে প্রতিষ্ঠানটি প্রধান কার্যালয় লেখা রয়েছে। তবে এখানে কি কার্যক্রম চলে তা জানা যায়নি।
সিআইডির অভিযানে থাকা সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবিদ হোসেন খান জানান, ‘মাদার আপল্যান্ড‘ সংস্থাটি অন্যত্র থাকা অবস্থায় পিকাবো নামে একটি প্রতিষ্ঠান থেকে প্রায় ৩০ লাখ টাকার মুঠফোন ক্রয় করে। এর বিপরীতে তারা চেক দেন। কিন্তু চেকের সমপরিমাণ টাকা না থাকায় চেকটি কয়েক দফায় ডিজনার হয়। অবশেষে পিকাবো কর্তৃপক্ষ তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা করেন। মামলাটির তদন্তভার দেয়া হয় সিআইডিকে। পরে মামলার আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে বুধবার বিকালে সিআইডি সাভারে ‘মাদার আপল্যান্ড‘-এর প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইসহাক আলী, তার পিএ মেহেদী হাসান, অফিস বয় ইমন ও প্রতিষ্ঠানটির পরিচালক নজরুল ইসলামকে গ্রেফতার করে।
প্রতিষ্ঠানটির কর্মকর্তা ফরিদা পারভীন সাংবাদিকদের কাছে বলেন, বুধবার সিআইডির ১৫-১৬ জনের একটি দল আমাদের অফিসে আসেন। তারা এসেই আমাদের অফিসটি তল্লাশি করতে চান। এ সময় তাদের কাছে কারণ জানতে চাওয়া হলে তারা প্রতিষ্ঠানের চার জনের বিরুদ্ধে মামলার ওয়ারেন্ট আছে বলে দাবি করেন। এক পর্যায়ে তারা তৃতীয় তলায় মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলম ভ‚ঁইয়ার (৫৭) চেম্বারে যান। সেখানে স্যার নিজেও ওয়ারেন্টের কপি দেখতে চাইলে সিআইডি কর্মকর্তাদের সাথে তার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তিনি অসুস্থ্য হয়ে পড়েন। পরে তাকে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক জানান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।
অভিযোগ রয়েছে, এ প্রতিষ্ঠান আগে ঢাকার মোহাম্মদপুরে ছিল। সেখানে চাকরি দেয়ার নাম করে বিভিন্ন জনের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এ ছাড়া আররা বিভিন্ন প্রতারণার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। প্রতিষ্ঠানের চার কর্মকর্তা-কর্মচারী গ্রেফতারের পর গতকাল বৃহস্পতিবার মূল ফটকের তালা ঝুলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ