Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেট ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

| প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

সিলেট অফিস : ছাত্রলীগকর্মী ওমর মিয়াদ (২২) হত্যাকান্ডের ঘটনার জেরে সিলেট জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে নতুন কমিটির জন্য আগামী ২৫ অক্টোবরের মধ্যে সিলেট জেলা ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের কাছে জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয়েছে। গত বুধবার রাতে সংগঠনটির প্যাডে স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি বিলুপ্তির ঘোষণা করা হয়। সিলেট জেলা ছাত্রলীগকর্মী ওমর হত্যাকান্ডের ঘটনায় সংগঠনটির বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হওয়ার পর কেন্দ্রীয় কমিটি এ সিদ্ধান্ত নিলো। গত সোমবার বিকেলে সিলেট নগরীর টিলাগড় এলাকায় ছুরিকাঘাতে মারা যান মিয়াদ। পরে বুধবার সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী, ছাত্রলীগকর্মী তোফায়েল আহমদ ও তার ভাই ফখরুল ইসলামসহ ১০ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরো পাঁচজনকে আসামি করে মামলা করেন মিয়াদের বাবা আখলু মিয়া। মামলা করার পর পুলিশ এ হত্যাকাÐের ঘটনায় ছাত্রলীগকর্মী তোফায়েল ও তার ভাই ফখরুল ইসলামকে আটক করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ