Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৌলতপুরে সীমান্তে হেরোইনসহ আটক ২

| প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা :কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ৮০০ গ্রাম হেরোইনসহ দুইজন মাদকব্যবসায়ী আটক হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর সীমান্ত এলাকা থেকে রুবেল (২৫) ও হান্নান (২৪) নামে দুই মাদকব্যবসায়ীকে হেরোইনসহ আটক করে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, আটক দুই মাদকব্যবসায়ী ১৫৭ সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে মাদক নিয়ে বাংলাদেশের মোহাম্মদপুর সীমান্তে প্রবেশ করলে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ রামকৃষ্ণপুর বিওপির অধিনায়ক নায়েক সুবেদার আশরাফের নেতৃত্বে টহল তাদের আটক করে এবং উদ্ধার করে ৮০০ গ্রাম হেরোইন। যার মূল্য প্রায় ১৬ লাখ টাকা। আটক মাদকব্যবসায়ীরা মোহাম্মদপুর সীমান্ত এলাকার খেদমত আলী ও মসলেম উদ্দিনের ছেলে। জিজ্ঞাসাবাদের জন্য আটক মাদকব্যবসায়ীদের কুষ্টিয়ার মিপুর ব্যাটালিয়ন সদরে নেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ