বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সভাপতি রফিকুল আলম মজনুসহ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৬ নেতাকর্মীকে আটক করেছে রমনা থানা পুলিশ। বৃহস্পতিবার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আদালতে যাওয়ার পথে তার গাড়িবহর থেকে তাদের আটক করা হয়।
আটককৃত অন্যদের মধ্যে রয়েছেন- স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি এসএম জিলানী। আটককৃত অপর তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
গুলশান থেকে পুরান ঢাকার বকশীবাজারে বিশেষ আদালতে যাওয়ার পথে রমনা থানাধীন সার্কিট হাউজ রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, খালেদা জিয়ার মুভমেন্টের সময় ওই ছয়জন মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদেরকে আটক করা হয়েছে। তাদের পরিচয় বলতে পারছি না। জিজ্ঞাসাবাদ শেষে তাদের সম্পর্কে নিশ্চিত হওয়ার পর জানা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।