Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

রামগঞ্জে শিক্ষকের হাতে প্রিন্সিপাল লাঞ্ছিত

| প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ল²ীপুর জেলা সংবাদদাতা ঃ তুচ্ছ ঘটনার জেরধরে বুধবার দুপুরে রামগঞ্জ উপজেলার কচুয়া আহমদিয়া ফাজিল মাদরাসায় ইছমাইল হোসেন নামের সহাকারী এক শিক্ষকের হাতে ওই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আজাদ হোসেন লাঞ্চিত হয়েছেন। আহতাবস্থায় প্রিন্সিপাল আজাদকে রামগঞ্জ সরকারি হাসাপাতালে ভর্তিকরা হয়েছে। এ ব্যাপারে রামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
মাদরাসার ভাইস প্রিন্সিপাল সহ সহকারী শিক্ষকগন জানান, কয়েকদিন যাবৎ প্রিন্সিপাল আজাদ হোসেনের সাথে প্রতিষ্ঠানের এবতেদায়ী শিক্ষক ইছমাইল হোসেনের বনিবনা হচ্ছিলনা। এনিয়ে প্রায় উভয়ের মাঝে কথা কাটা-কাটি হয়। এরই জের ধরে গতকাল বুধবার দুপুরে ইছমাইল প্রিন্সিপালের কক্ষে প্রবেশ করেই তাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করতে থাকে। সংবাদ পেয়ে সহকারী অন্যান্য শিক্ষকগণ এসে আহতাবস্থায় প্রিন্সিপালকে উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ