Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে জমিয়াতুল মোদার্রেছীনের সভা

| প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম



নোয়াখালী ব্যুরো : বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন নোয়াখালী জেলা কমিটির উদ্যোগে গতকাল (বুধবার) এক সভা জেলা সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা ওহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব ড. এ,কে,এম মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন জেলা সহ সভাপতি মাওলানা ইসমাইল সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সামছুল এরফানসহ নেতৃবৃন্দ। সভায় নেতৃবৃন্দ ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প একনেকে অনুমোদিত হওয়ায় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী, মাদরাসা শিক্ষা অধিদপ্তর, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও মহা সচিবসহ সকলকে অভিনন্দন জানিয়ে বক্তারা উল্লেখ করেন যে, মাদরাসা শিক্ষা প্রসারে এদের অবদান চীর স্বরণীয় হয়ে থাকবে।
মেটলাইফ ইন্সুরেন্স ম্যানেজারের বিরুদ্ধে চেক আত্মসাতের অভিযোগ
ময়মনসিংহ ব্যুরো : বাংলাদেশ মেটলাইফ ইন্সুরেন্স কোম্পানীর ম্যানেজারের বিরুদ্ধে একই প্রতিষ্ঠানের কর্মচারীর পেনশনের চেক আত্মসাতের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নাওভাঙ্গা গ্রামের বাসিন্দা মো: তাইজ উদ্দিন কোম্পানীর কমপ্লেয়েনস ডিপার্টমেন্ট ম্যানেজার বরাবরে লিখিত ভাবে এ অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানাযায়, শারীরিক ও পারিবারিক সমস্যার কারনে র্দীঘদিন পলিসি দিতে পারেননি মেটলাইফ ইন্সুরেন্স কোম্পানীর ফিনান্সিয়াল এসোসিয়েট মো: তাইজ উদ্দিন। ফলে নিয়ম অনুযায়ী কোম্পানী তাকে নন প্রডাক্টশনে টারমিনেট করে। অভিযোগকারী মো: তাইজ উদ্দিন জানান, এ বিষয়ে বার বার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলেও কোন সুরাহা পাইনি। পরবর্তীতে তথ্য প্রমানাদিতে জানাযায় কোম্পানীর ইউনিট ম্যানেজার সাখাওয়াত হোসেন সুমন, এজেন্সি ম্যানেজার জাকির হোসেন ও অফিস সহকারী পারভেজ হোসেন যোগসাজস করে আমার নামে ইস্যুকৃত চেকটি আত্মস্বাত করেছে। এ বিষয়ে ইউনিট ম্যানেজার সাখাওয়াত হোসেন সুমন বলেন, এক পক্ষের কথা শুনে বিষয়টি বুঝতে পারবেন না। তবে মোবাইলে এ বিষয়ে কথা বলতে চাই না, সাক্ষাতে বলবো।
সেনবাগে গ্রেফতার ৩
নোয়াখালী ব্যুরো ঃ সেনবাগ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারীসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত পৃথক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, সেনবাগ উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির যুব-বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম টিপু এবং শিবির নেতা খোরশেদ আলম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ