Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে আবদুল মালেক উকিলের ৩০তম মৃত্যুবার্ষিকী পালিত

| প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

নোয়াখালী ব্যুরো ঃ স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর বিস্বস্ত সহচর, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পীকার, স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম জননেতা আবদুর মালেক উকিলের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধ-নমিতকরন, মরহুমের কবর জিয়ারত ও পুস্পস্তবক অর্পন, সকালে থেকে দলীয় কার্যালয়ে কোরআন খতম এবং বিকালে আলোচনা সভা ও মিলাদ মাহফিল জেলা সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. ওয়াহিদুজ্জামান। বক্তব্য রাখেন মরহুম আবদুল মালেক উকিলের জ্যোষ্ঠ পুত্র ও আওয়ামীলীগ নেতা গোলাম মহি উদ্দিন লাতুসহ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, আবদুল ওয়াদুদ পিন্ট, জিএস আবুল কাসেম বিভিন্ন নেতৃবৃন্দ ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ