Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চারটি গ্র্যান্ড প্রি নিয়ে ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০১৭ পেল আয়নাবাজি

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

বিশ্বব্যাপী সাড়া জাগানোর পর এবার আয়নাবাজির সাফল্যে যুক্ত হলো আরও একটি বিশেষ অর্জন। স¤প্রতি বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০১৭-এ ৪টি ভিন্ন ক্যাটাগরিতে গ্র্যান্ড প্রি বা সেরা পুরস্কার পেলো আয়নাবাজির ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন। আয়নাবাজির ডিজিটাল মার্কেটিং পার্টনার মেলোনেড্স ও পিআর পার্টনার মাস্টহেড পিআর তাদের সফল ক্যাম্পেইন-এর জন্য পুরস্কার গ্রহণ করে। যে চারটি ক্যাটাগরিতে সেরা পুরস্কার পায় সেগুলো হলো বেস্ট কনটেন্ট মার্কেটিং, বেস্ট ইউস অফ পিআর ইন ডিজিটাল প্ল্যাটফর্ম, বেস্ট ইউস ইন ফেসবুক এবং বেস্ট ইনটিগ্রেটেড ডিজিটাল ক্যাম্পেইন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসবে বেস্ট নেরেটিভ ফিল্ম-এর উপাধি পায় ‘আয়নাবাজি’ এবং দেশে মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড ২০১৬-এর বেস্ট ফিল্ম এর উপাধি পায়। এছাড়াও কলকাতার টেলি-সিনে সোসাইটির ১৬তম পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সেরা চলচ্চিত্রের অ্যাওয়ার্ড অর্জন করে আয়নাবাজি। সর্বশেষ এবার ৪টি ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে সেরা ডিজিটাল মার্কেটিংয়ের পুরস্কার পেলো। এ ব্যাপারে মেলোনেড্স-এর ব্যবস্থাপনা পরিচালক ও টপ অব মাইন্ড এর গ্রুপ সিএফও সালমা আদিল বলেন, চিন্তাকে চলচ্চিত্রে রূপান্তরিত করতে পারাই একটি অসাধারণ কাজ এবং সে বার্তাটিকে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে দেয়া তার চেয়েও অসাধারণ কাজ। ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০১৭-এর এই পুরস্কারপ্রাপ্তি আমাদের চিন্তার সৃজনশীলতার জন্য স্বীকৃতি। আয়নাবিজি চলচ্চিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, লুৎফর রহমান জর্জ, হিরা চৌধুরী, শওকত ওসমান, গাওসুল আলম শাওনসহ আরও অনেকে। চলচ্চিত্রটির মূল ভাবনা গাওসুল আলম শাওনের; চিত্রনাট্যও তিনি রচনা করেছেন অনম বিশ্বাসের সঙ্গে যৌথভাবে। নির্বাহী প্রযোজক ছিলেন এশা ইউসুফ। ‘আয়নাবাজি’ পরিচালনা করেছেন অমিতাভ রেজা চৌধুরী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ