প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গত শুক্রবার বলিউডের তেমন কোনো চলচ্চিত্র ছিল না। যা একটু উল্লেখ করার মত ছিল ‘রাঁচি ডায়েরিজ’। এছাড়াও দুটি ফিল্ম মুক্তি পেয়েছে- ‘কওন তেরা কওন মেরা’ এবং ‘ইশক কা মানজান’। সম্ভবত ‘গোলমাল এগেইন’ এবং ‘সিক্রেট সুপারস্টার’ ফিল্মটির প্রতীক্ষায় চলতি সপ্তাহে হলে যাওয়া এড়িয়ে গেছে।
ড্রামা ফিল্ম ‘রাঁচি ডায়েরিজ’ পরিচালনা করেছেন সাত্তি¡ক মোহান্তি। অভিনয় করেছেন জিমি শেরগিল, অনুপম খের, সতীশ কৌশিক, হিমাংশ কোহলি, তাহা শাহ এবং সৌন্দরিয়া শর্মা। এদের নামকেই প্রধান করে পোস্টারে ছাপা হয়েছে, তবে চলচ্চিত্রটির মূল পাত্রপাত্রী এরা নন। বোঝা যায় নির্মাতাদের এই কৌশল খুব একটা কাজে আসেনি। ফিল্মটি মঙ্গলবার পর্যন্ত মাত্র দেড় কোটি রুপি আয় করেছে।
‘ইশক কা মানজান’ পরিচালনা করেছেন রাম কুমার পাওয়াড়িয়া। রোমান্টিক ড্রামা ধারার ফিল্মটিতে অভিনয় করেছেন রাজা মুরাদ, জনি লিভার, কিরণ কুমার, আসরানি, শক্তি কাপুর, মুনেশ নেবরা, সোনম চৌধারি, ইমরান রাজপুত, রাহুল চৌহান এবং রিনা। প্রথম পাঁচজন তারকাকে ভিত্তি করে যেন ফিল্মটি নির্মিত হয়েছে আগের ফিল্মটির কৌশলে, কিন্তু তা কাজে আসেনি। এটিও ফ্লপ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।