Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউসিবি’র ক্যাশবিহীন ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘ইউপে’র’ যাত্রা শুরু

| প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ক্যাশবিহীন ডিজিটাল পেমেন্ট সার্ভিসের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল ঢাকার ওয়েস্টিন হোটলে সর্বাধুনিক ডিজিটাল পেমেন্ট সার্ভিস ইউপে এর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ ই আব্দুল মুহাইমেন। ইউপে’র মাধ্যমে মোবাইল ফোন ব্যবহার করে যে কোন সময় যে কোন স্থান হতে ক্যাশবিহীন ডিজিটাল পেমেন্ট সম্ভবপর হবে। 

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে এই প্রথম সর্বোচ্চ আর্থিক নিরাপত্তা নিশ্চিতকল্পে সর্বাধুনিক ও নির্ভরযোগ্য বøকচেইন ও কিউ আর কোড এর মাধ্যমে ইউপে থেকে লেনদেন করা যাবে। বøকচেইন নিশ্চিত করে স্বচ্ছ ও নির্ভরযোগ্য লেনদেন প্রক্রিয়া; কিউ আর কোডের মাধ্যমে সম্পন্ন হবে দ্রæত ও সহজ পেমেন্ট। ইউপে এর মাধ্যমে পেমেণ্টের ক্ষেত্রে ক্যাশ অর্থ বহন করতে হবে না। স্মার্ট মোবাইল ফোনকে ডিজিটাল ওয়ালেট হিসাবে ব্যবহার করে অথবা ইন্টারনেট সংযুক্ত ব্যক্তিগত কমপিউটার ব্যবহার করে ইউপে গ্রাহকরা তাদের ইউসিবি অ্যাকাউন্ট থেকে সকল প্রকার ব্যাংকিং লেনদেন সম্পন্ন করতে পারবেন। এর মাধ্যমে সকল প্রকার ভোক্তা, কর্পোরেট ও সরকারী পেমেন্ট প্রদান করা যাবে যেমন কেনাকাটা, বিল পেমেন্ট, ফান্ড ট্রান্সফার, ঋণ পরিশোধ, রেমিটেন্স, বীমা প্রিয়িয়াম, বেতন পরিশোধ, ই-কমার্স প্রভৃতি। এছাড়া ইউপে এর মাধ্যমে উপহার হিসাবে ডিজিটাল চেক প্রদান, ভাউচার ও রিওয়ার্ড পয়েন্ট নগদায়ন, হিসাব অনুসন্ধান, মিনি স্টেটমেন্ট প্রভৃতি সম্পাদন করা যাবে। উল্লেখ্য, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বানিজ্যিক ব্যাংক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ