বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন ভারত কর্তৃক রোহিঙ্গা মুসলমান শরণার্থীদের বাংলাদেশে পুশইন করার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, মিয়ানমারের সন্ত্রাসী বৌদ্ধ জান্তাদের বর্বরতা থেকে জূবন বাঁচাতে রোহিঙ্গা শরণার্থীরা যখন বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন ঠিক সে সময় ভারত সরকার রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে পুশইন করে চরম মানবতা বিরোধী কাজ করেছে। বাংলাদেশ সরকার মানবতার প্রশ্নে লক্ষ লক্ষ রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আশ্রয় দিয়ে অত্যন্ত মহানুভবতার পরিচয় দিয়েছে। আর ভারত তাদের দেশে আগে থের্কে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দিয়ে অমানবিকতার পরিচয় দিয়েছে। এবারও যখন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুরা বৌদ্ধ সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে ভারতে আশ্রয় নিতে চেয়েছে তখন ভারত সরকার তাদেরকে মরিচ ¯েপ্র করে তাড়িয়ে দিয়ে মিয়ানমারের সন্ত্রাসী অং সান সুচির পক্ষাবলম্বন করেছে। ভারত বিশ্বে একটি নিষ্ঠুর দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। ভারত বরাবরই মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়ে থাকে। নেতৃদ্বয় বলেন, রোহিঙ্গা প্রশ্নে বিশ্বের সকল রাষ্ট্র যখন এক ও অভিন্ন নীতি গ্রহণ করে মানবতার পক্ষে দাড়িয়েছে, ঠিক তখন ভারত, চীন ও রাশিয়া রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিশ্বে ধিকৃত হয়েছে। তাদের মধ্যে মানবতা বলতে কিছু নেই।
নেতৃদ্বয় ভারতের এহেন মানবতা বিরোধী কর্মকান্ডকে সম্মিলিতভাবে রুখে দিতে বিশ্ব নেতৃত্বের প্রতি আহŸান জানান। তারা যে কোন মূল্যে ভারত, চীন ও রাশিয়ার মানবতা বিরোধী কর্মকান্ডের ধিক্কার জানাতে বিশ্বমুসলিম, জাতিসংঘ ও ওআইসির প্রতি আহŸান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।