Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গাদের মুসলমানিত্ব রক্ষার বিরুদ্ধে চক্রান্ত প্রতিহত করতে হবে -মাওলানা মাহফুজুল হক

সরকার ও সেনাবাহিনীকে সতর্ক থাকতে হবে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক গতকাল এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা মুসলমানদের ঈমান আকিদা রক্ষা করা বাংলাদেশের প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব। এ কারণে বিভিন্ন ইসলামী সংগঠন, আলেম-উলামা ও দ্বীনদার মুসলমানরা বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে অস্থায়ী ঘর নির্মান, টিউবওয়েল ও চিকিৎসা কেন্দ্র স্থাপন করছে। পাশাপাশি তাদের ধর্ম-কর্ম পালনের জন্য মসজিদ, মকতব স্থাপনসহ কুরআন বিতরণের কর্মসূচী চালাচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য একটি মহল মসজিদ, মকতব প্রতিষ্ঠা এবং কুরআন বিতরণ কার্যক্রম বাধাগ্রস্থ করছে। বিচ্ছিন্নভাবে কোনো কোনো মহলের এ অপকর্মের কারণে সরকার ও সেনাবাহিনী বিতর্কিত হবে। সুতরাং রোহিঙ্গা মুসলমানদের ঈমান রক্ষায় সরকার ও সেনাবাহিনীকে সতর্ক থাকতে হবে। এসব চক্রান্তের বিরুদ্ধে আলেম উলামা ও ইসলামী জনতাকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ