Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউজিসি চেয়ারম্যানের নামে টাকা দাবি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের নাম ব্যবহার করে বিভিন্ন বিশ^বিদ্যালয়ের ভিসির কাছে টাকা দাবি করা হচ্ছে। বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন দাবি করে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়সমূহসহ সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহŸান জানিয়েছে ইউজিসি। গতকাল (মঙ্গলবার) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশনের চেয়ারম্যানের নাম ব্যবহার করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে টাকা দাবি করা হচ্ছে। ভিসিদের কাছে তাঁর নিকট আত্মীয়-স্বজনের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা কামনা করে কোন এক অজ্ঞাতনামা ব্যক্তি ফোন (০১৭২৩৮৫২৮৫৭) করছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ফোন করে বিষয়টি বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনকে জানিয়েছে। এতে ইউজিসি চেয়ারম্যান এবং কমিশনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণœ হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ