পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সুস্পষ্ট লঘুচাপটি মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর সক্রিয় প্রভাবে সারাদেশে কার্তিক মাসেও অসহনীয় গরম পড়ছে। মওসুমের এ সময়ে স্থানভেদে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি উর্ধ্বে রয়েছে। গতকাল (মঙ্গলবার) দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে কুমিল্লায় ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ৩৪.৮ এবং চট্টগ্রামে ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল কক্সবাজারে ২৫ মিলিমিটার ও কুতুবদিয়ায় ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়। এছাড়া দেশের প্রায় পুরো এলাকা ছিল বৃষ্টিহীন। প্রখর রৌদ্রে অনেক এলাকায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ে। সাগরে সুস্পষ্ট লঘুচাপ ঘনীভূত হলেও এখনো সমুদ্র বন্দরগুলোকে কোন সতর্কতা সংকেত দেখাতে বলা হয়নি। আজ খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘন্টায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।