বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দেশের বিভিন্ স্থানে বিশেষ অভিযানে সরাইলে একজন, আদমদীঘিতে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীসহ ৩, গোপালগঞ্জে বিশেষ অভিযানে ২৬ জনকে আটক করা হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভ্রাম্যমান আদালতে মানিক মিয়া (৩০) নামের এক মাদকাসক্তকে ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। গত সোমবার রাতে ও বিকেলে কালিকচ্ছের সূর্যকান্দিতে অভিযানে এ আদেশ দেয়া হয়। নির্বাহী কর্মকর্তার দফতর সূত্রে জানা যায়, গত সোমবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সূর্যকান্দি গ্রামের জাহাঙ্গীর পাড়ায় অভিযান চালিয়ে মাদক সেবনকালে মানিক মিয়াকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরাইল উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন মানিককে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। সে জেলা শহরের ভাদুঘর এলাকার মোঃ রতন মিয়ার ছেলে।
আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা জানান, আদমদীঘির সন্তাহারে কুখ্যাত মাদক ব্যবসায়ী হযরত আলীর বাড়িতে গত সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিাক্ততে অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী একই পরিবারের স্বামী স্ত্রী ও মাসহ তিন জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- নওগাঁ জেলার চুনাগাড়ী গ্রামের খলিল প্রামানিকের ছেলে আবুল কাশেম (৫০), তার স্ত্রী হাছনা খাতুন (৪৫), ও মা রমিছা খাতুন (৭৫)। এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
গোপালগঞ্জ জেলা সংবাদদাতা জানান, গোপালগঞ্জের ৫ উপজেলায় বিশেষ অভিযানে মাদক মামলার আসামীসহ ২৬ জনকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামীদের আটক করা হয়। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজাসহ আরো ৪টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান, জেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব উপজেলাতেই অভিযান চালানো হয়। অভিযানে গোপালগঞ্জ সদর থানা পুলিশ ১১ জন, টুঙ্গিপাড়া থানা পুলিশ মাদক মামলার আসামিসহ ৪জন, মুকসুদপুর থানা পুলিশ ৮ জন, কাশিয়ানী থানা পুলিশ ২জন ও কোটালীপাড়া থানা পুলিশ ১জনকে আটক করে। আটক ব্যক্তিদের গতকাল মঙ্গলবার বিকেলে আদালতে হাজির করে জেলহাজতে প্রেরণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।