Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

| প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : নাটোরে মাদক মামলায় টিপু সুলতান ফারুক (১৯) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার বিকেলে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো: হাসানুজ্জামান এ রায় দেন। দন্ডপ্রাপ্ত টিপু সুলতান ফারুক রাজশাহী গোদাগাড়ী থানার মাদারপুরগ্রামের মহিউদ্দিনের ছেলে। নাটোর কোর্টের পাবলিক প্রসিউকিটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল হাই জানান, ২০১৩ সালের ২ ফেব্রায়ারী মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে টিপু সুলতান কে নাটোর সদর থানার বেলঘুরিয়া বাইপাস এলাকায় রাজশাহী-বগুড়াগামী মহাসড়কে একটি যাত্রীবাহি আগমনী বাস থামিয়ে বামপাশে ছিটে বসে থাকা টিপু সুলতানকে তল্লাসী করে তার হাতে থাকা একটি ব্যাগ থেকে ৫০ গ্রাম হিরোইনসহ তাকে আটক করে। এসময় তার কাছে থেকে ৫০ গ্রাম হিরোইন উদ্ধার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়। সোমবার বিকেলে জেলা ও দায়রা জজ বিশেষ ট্রাইব্যুনাল আদালতে যুক্তি তর্ক শেষে বিচারক উক্ত মামলায় তাকে যাবজ্জীবন কারাদন্ড দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ