Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে পাসপোর্ট অফিস এলাকা থেকে ২০ দালাল আটক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকা থেকে দালাল চক্রের ২০ দালালকে আটক করেছে র‌্যাব।
গতকাল মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়।
র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, দালাল চক্রটি পাসপোর্ট তৈরিতে ভুয়া কাগজপত্র তৈরি করে জনসাধারণের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতো। এছাড়া দ্রæততম সময়ে পাসপোর্ট তেরির প্রলোভন দেখিয়ে বাড়তি অর্থ আদায় করতো।
বিভিন্ন প্রতারণার দায়ে ঐ দালাল চক্রের ২০ সদস্যকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তবে প্রাথমিক তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ