Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আখাউড়া সাব রেজিস্ট্রি অফিসের চেহারা পাল্টে গেছে

| প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

আখাউড়া উপজেলা সংবাদদাতা ঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সাব রেজিস্ট্রি অফিসের চেহারা পাল্টে গেছে। বেড়েছে সেবার মান। অফিসের ভেতর ও বাইরে ব্যাপক সংস্কারমূলক কাজ করায় ও পরিস্কার পরিচ্ছন্নতা আনায় ভবনটির জৌলুস দেখাচ্ছে। আরও জৌলুস বৃদ্ধিতে অফিসের সামনে ফুলের বাগান করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে নির্মাণ করা হয়েছে কলাবসিবল গেইট। আইন মন্ত্রণালয়ের অর্থায়ানে এসব সংস্কারমূলক কাজ করা হয়েছে আখাউড়া সাব রেজিস্ট্রি অফিসে।
জানাগেছে, সরকারের গুরুপূর্ণ অফিসের মধ্যে সাব-রেজিস্ট্রি অফিস হলো অন্যতম। আখাউড়া সাব-রেজিস্ট্রি ভবন নির্মাণের পর থেকে সংস্কারের কোনো ছোঁয়া লাগেনি বহু বছর ধরে। ভবনের দরজা-জানালা ছিল ভাঙা। এজলাস, ফ্লোর ও দেয়াল নষ্ট হয়ে পুরোভবন স্যাঁতস্যাঁতে হয়ে পড়েছিল। এ অফিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বালাম রাখার স্টোর রুমের অবস্থাও ছিল খারাপ।
আইন মন্ত্রণালয়ের অর্থায়নে ২০১৬-১৭ ও ২০১৭-১৮ অর্থবছরে দুই দফায় ২৫ লাখ টাকার সংস্কার মূল কাজ করা হয়েছে। এসব কাজের মধ্যে ছিল এজলাসের সংস্কার, ফ্লোরে টাইলস বসানো, স্টোর রুম, খাসকামরার সংস্কার, নতুন আসবাবপত্র, নতুন দরজা-জানালা নির্মাণ, অফিসের সামনের অংশে লোহার গ্রিল লাগানো, কলাবসিবল গেইট বসানো, চুন-কাম করানো হয়েছে। সৌন্দর্য্য বর্ধনে অফিসের রুমে ও বাইরে বসানো হয়েছে বিভিন্ন রকমের ফুলের টব। অফিসের প্রধান ফটকের সামনে করা হয়েছে ফুলের বাগান। নির্মাণ করা হয়েছে অফিসের সামনের রাস্তা। ইতিমধ্যে এসব কাজ সম্পূন্ন হওয়ায় জনগণের সেবার মান বৃদ্ধি পেয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার একমাত্র আখাউড়া সাব রেজিস্ট্রি অফিস দলিল বালামে লিপিবদ্ধ করে যা স্বল্প সময়ের মধ্যে মূল দলিল পক্ষগণের হাতে ফেরত দিচ্ছে। এ বিষয়ে আখাউড়া সাব-রেজিস্ট্রার শংকর কুমার ধর বলেন, জনগণ যাতে এ অফিস থেকে সেবা পায় সে লক্ষে কাজ করছি। জেলার মধ্যে এ অফিস দ্রæত সময়ে ডেলিভারী দলিল ফেরত দিচ্ছে। সেবার মান বৃদ্ধির জন্য এ অফিসের সকলেই আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ