Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গভঙ্গ রদ ছিল বাঙালি ইতিহাসের একটি চরম বিপর্যয় -তমদ্দুন মজলিস

| প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ভাষা আন্দোলনের স্থপতি সংগঠন তমদ্দুন মজলিসের উদ্যোগে বঙ্গভঙ্গ দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেছেন, বঙ্গভঙ্গ রদ ছিল বাঙালি ইতিহাসের একটি কালো অধ্যায়। ১৯০৫ সালে পূর্ব বাংলার মুসলিম অধ্যুষিত জনগণ পূর্ব বাংলা ও আসাম নিয়ে আলাদা একটি প্রদেশ প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে। মুসলমানদের এ দাবি সরকার মেনে নিলেও তৎকালীন হিন্দু নেতারা বঙ্গমাতার অঙ্গচ্ছেদের অজুহাতে বঙ্গভঙ্গ রদ করার জন্য সরকারকে চাপ দিতে থাকে এবং বঙ্গভঙ্গ রদে সফলকামও হয়। গতকাল সোমবার বিকালে রাজধানীর বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনে সংগঠনের সভাপতি ড. মুহাম্মদ সিদ্দিকের সভাপতিত্বে ও মোহাম্মদ তাওহিদ খানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক ও ভাষাসৈনিক অধ্যাপক আবদুল গফুর। এ ছাড়া আলোচনায় অংশ গ্রহণ করেন অধ্যাপক ড. এম আক্তারুজ্জামান, মোহাম্মদ আশরাফুল ইসলাম, এমদাদুল হক চৌধুরী, জাকিউল এসলাম জাকি, অধ্যক্ষ শহীদুল্লাহ খান প্রমুখ। এবং সংশ্লিষ্ট বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করেন মুহাম্মদ সুজন মাহমুদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ