বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা : কুমিল্লা বিশবিদ্যালয়ে ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে তাকে কোন কাজ করতে দেওয়া হবে না হুঁশিয়ারি দিয়ে ২য় দিনের মত আন্দোলনে অনড় রয়েছে শিক্ষকরা। এদিকে ভিসি শিক্ষকদের আলোচনায় বসার জন্য কয়েক দফা সময় দিয়েও তা বতিল করায় সোমবার বিকালে ভিসির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ শিক্ষক নেতারা।
ধারাবাহিকভাবে দুর্নীতি ও আর্থিক অনিয়ম করে ভিসি বিশ্ববিদ্যালয়কে দুর্নীতির অভয়ারণ্য করেছেন এমন অভিযোগ করে অনিয়ম ও দুর্নীতির বিচার এবং ভিসি অধ্যাপক ড. মো: আলী আশরাফের পদত্যাগের দাবিতে ২য় দিনের মত কর্মসূচী অব্যাহত রেখেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতি ও ‘অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ নামক উন্মুক্ত একটি জোট গতকালও দিনভর প্রশাসনিক ভবনের সামনে শিক্ষকদেরকে অবস্থান কর্মসূচী পালন করতে দেখা যায়।
জানা যায়, ভিসির বিরুদ্ধে নিয়োগে বাণিজ্য, আত্মীয়করণ, বিচারহীনতার সাংস্কৃতি চালু, আর্থিক দুর্নীতির অভিযোগ দিয়ে আসছে শিক্ষক সমিতি। নিয়মবর্হিভূতভাবে প্রতি মাসে নিয়মিত ১৫ হাজার ২৯৮ টাকা ডেপুটেশন ভাতা, স্যান্ধকালীন এমবিএ (ইএমবিএ) প্রোগ্রাম থেকে অর্ডিন্যান্স বর্হিভূতভাবে ২৫ হাজার টাকা, গাড়ির জন্য বরাদ্দকৃত জ্বালানীর বাহিরে অতিরিক্ত ১০ হাজার টাকা, ভারপ্রাপ্ত ডীন হিসেবে বিধি বর্হিভূতভাবে দায়িত্ব ভাতা গ্রহনের বিচারসহ মোট ১৪ দফা দাবিতে ভিসি বিরোধী আন্দোলনে নেমেছেন শিক্ষকরা।
আন্দোলন প্রসঙ্গে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, ‘ভিসি শিক্ষকদের সাথে আলোচনা করবেন বলেও তিন দিন ধরে কালক্ষেপন করেছেন। ভিসি বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির রাজত্ব কায়েম করেছেন।’ ভিসিকে কার্যালয়ে প্রবেশ করতে দেয়া হবে না উল্লেখ করে তিনি উপাচার্যের পদত্যাগ ও বিচার দাবি করেন। সার্বিক বিষয় জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলেও ভিসি অধ্যাপক ড. মো: আলী আশরাফের সাথে কথা সম্ভব হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।