Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

নতুন ধারাবাহিক ভালবাসার রং

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

এটিএন বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘ভালবাসার রং’। অরিন্দম গুহর রচনায় ধারাবাহিকট পরিচালনা করেছেন আশিষ রায়। ধারাবাহিকটি প্রতি রবি থেকে বৃস্পতিবার রাত ৯টায় প্রচার হচ্ছে। অভিনয় করেছেন মাহমুদ সাজ্জাদ, ডলি ইসলাম, বাবুল আহমেদ, চন্দা মাহজাবিন, শিরিন আলম, নাবিলা, সানজিদা, ইলিয়াস কাঞ্চন প্রমুখ। তিতি নামটা শুনলেই মনে হয় কোন বাচ্চা মেয়েকে বুঝি ডাকা হচ্ছে। কিন্তু তিতি বড় হয়েছে। কলেজে পড়ে। বাড়ির কেউ তাকে তিতি বলে ডাকলে খানিকটা অভিমানের সুরে বলে ‘আমি তো বড় হয়ে গেছি, আমাকে আর এই নামে ডাকবে না আসল নামে ডাকবে। কে শোনে কার কথা, দাদা-দাদু, মামা-মামী সবাই তাকে তিতলি না বলে তিতি বলেই ডাকে। তিতি ছোটবেলায় বুঝত যে তার বাবা মা কোথাও বেড়াতে গেছে কিছুদিন পরেই ফিরে আসবে। কিন্তু এখন সে বড় হয়েছে, তাই বুঝতে পারে তার বাবা মা আর কখনোই ফিরে আসবে না। তিতি যাকে বন্ধু ভাবে সেই নিলয় তিতিকে বন্ধুত্বের চেয়ে একটু বেশিই ভাবে। তিতির মামাতো বোন নদী। দুজনে খুব বন্ধুত্ব। ঘটনাক্রমে এমন এক সময় আসে যখন তিতি বুঝতে পারে সে নিলয়কে ভালোবাসে। এরই মধ্যে নদীও নিলয়কে ভালোবাসতে শুরু করেছে। একসময় নিলয়ের সাথে নদীর বিয়ের কথাও শুরু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ