Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাঁচামরিচের কেজি ২৫০ টাকা! সবজির দাম লাগামছাড়া

| প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

কালিগঞ্জ (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা : শরতের শেষে প্রতিবছর এসময়ে অগ্রীম শীতকালীন সবজি ওঠলেই বাজারে দাম কমতে শুরু করে। স্বস্তি ফিরে পায় নিন্ম মধ্যবিত্ত ও দরিদ্র শ্রেণীর মানুষ। কিন্তু বাজারের বর্তমান চিত্র ভিন্ন। বিগত কয়েক দিনের বৃষ্টি ও প্রতিক‚ল আবহাওয়ায় ফসলের ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে এখন সবজির দাম ঊর্ধ্বমুখী। স¤প্রতি কিছু কিছু সবজির দাম দেড় থেকে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। ফলে সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় তরিতরকারি কিনতে গিয়ে পড়েন বিপাকে। বাজারে সবচেয়ে ঝাঁঝ বেড়েছে কাঁচামরিচের। প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২২০ টাকা থেকে ২৫০ টাকা। এরপরও কাঁচামরিচের সরবরাহ প্রয়োজনের তুলনায় অপ্রতুল। গতকাল সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মৌতলা কাঁচাবাজার, নাজিমগঞ্জ বাজার, উত্তর কালিগঞ্জ সান্ধ্য বাজার, নলতা কালীবড়ি সংলগ্ন বাজার, শ্যামনগর উপজেলা সদরে অবস্থিত নকিপুর বাজারে খোঁজ নিয়ে জানা গেছে সবজির বাজারের হালচাল। স্থানীয় কাঁচামাল ব্যবসায়ী আনছার আলী, নুর মোহাম্মদ, আকবর হোসেনসহ কয়েকজন জানান, প্রায় এক সপ্তাহ ধরে কাঁচা তরিতরকারির দাম ঊর্ধ্বমুখী। প্রতি কেজি ওল ৫০ টাকা, কাঁচকলা ৩৫ টাকা, বরবটি ৪০ থেকে ৫০ টাকা, বেগুন ৫০ থেকে ৬০ টাকা, চাষি আলু ৭০ টাকা, করলা ৬০ টাকা, ঢেঁড়স ৩০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা, গোল আলু ২২ টাকা দরে বিক্রি হচ্ছে। এসব তরকারির দাম দেড় থেকে দুই গুণ বৃদ্ধি পেয়েছে। তবে ৬০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হওয়া কাঁচামরিচের দাম এখন ২২০ টাকা থেকে ২৫০ টাকা। ব্যবসায়ীরা জানান, এলাকায় কাঁচামরিচ মিলছে না। বর্তমানে যে কাঁচামরিচ পাওয়া যাচ্ছে সেগুলো ভারত থেকে আসছে। যদি কোনো কারণে ভারত থেকে আসা বন্ধ হয়, তা হলে দাম আরো বৃদ্ধি পাবে বলে ধারণা তাদের। হঠাৎ করে দাম কয়েকগুণ বৃদ্ধি পাওয়ায় অনেক খুচর ব্যবসায়ী কাঁচামরিচ বিক্রি করছেন না। ক্রেতারা জরুরি প্রয়োজন না হলে কাঁচামরিচের ধারেকাছে যাচ্ছেন না বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে কিছু কিছু সবজি স্থানীয়ভাবে উৎপাদিত হলেও সুযোগ বুঝে খুচরা বিক্রেতারা সেগুলোও বেশি দামে বিক্রি করছেন। প্রশাসন বাজার পর্যবেক্ষণ করে অতি মুনাফাখোরদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিলে তরিতরকারি দাম কিছুটা আয়ত্বের মধ্যে আসবে বলে মনে করছেন সচেতন মহল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ