Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেয়ের নামে বিদ্যালয় প্রতিষ্ঠায় মায়ের জমি দান

নান্দাইল (ময়মনসিংহ) থেকে শংকর চন্দ্র বণিক | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

নান্দাইলের জননেতা চারবারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরীর স্ত্রী মিসেস হাসিনা খান চৌধুরী তাদের একমাত্র মেয়ে মাফরুহীন খান চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠায় লক্ষে নান্দাইল পৌরসভার ঝালুয়া এলাকায় গতকাল রেজিষ্ট্রি দলিলমূলে ৫০ শতক জমি রেজিষ্ট্রি করে দিয়েছেন। এ সময় ঝালুয়া এম এন চৌধুরী হাউজে সাবেক সংসদ সদস্য খুররম খান চৌধুরী, তার ছেলে নাসের খান চৌধুরী, ঢাকা শিক্ষাবোর্ডের উপ- বিদ্যালয় পরিদর্শক মাহবুব আলম মৃধা, উপজেলা সাব-রেজিষ্ট্রার মো. নূর নেওয়াজ, চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান, সাংবাদিক এনামুল হক বাবুল, শংকর চন্দ্র বণিক, এ বি সিদ্দিক খসরু, এটিএন বাংলার ময়মনসিংহ জেলা প্রতিনিধি শাহ্ আলম উজ্জল, দলিল লেখক আবু বক্কর সিদ্দিক, মো. জসিম উদ্দিন ফকিরসহ বিদ্যালয়ের শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মাফরুহীন খান চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয় নামে ঝালুয়া পৌরএলাকায় চলতি বছরের প্রথম দিকে খুররম খান চৌধুরী একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। যার প্রথম ধাপ বিদ্যালয়ের নামে জমি রেজিষ্ট্রি করে দেয়া। বিদ্যালয়টিতে ২০১৮ থেকে ছাত্রী ভর্তি ও ক্লাস শুরু হবে। অত্র এলাকার জনগণের বহুদিনের দাবির মুখে জননেতা খুররম খান চৌধুরী বিদ্যালয়টি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ