Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

চাটমোহরে বাঁধের কারণে পানি নিষ্কাশন ব্যাহত

| প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা : পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের ‘কিনু সরকারের নালায়’ জলকপাটের ১৪টি কপাটের মধ্যে ১০টি কপাট খুলে দেয়া হয়েছে। এতে করে দক্ষিণ চলনবিলের কৃষকরা স্বস্তি পেয়েছে। জলকপাট বন্ধ থাকায় দক্ষিণ চলনবিলের চাটমোহর, বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার প্রায় ২১ হাজার হেক্টর জমির আমন চাষ ব্যাহত হচ্ছিল। রবিশস্য আবাদ নিয়ে শঙ্কায় ছিল কৃষক। এদিকে জলকপাটের ১০টি কপাট খুলে দেয়া হলেও জলকপাটের ভাটিতে খসিশাগাড়ি বিল ও কিনু সরকারের জোলায় অবৈধ সোঁতি বাঁধ স্থাপন করা হয়েছে। এতে মৎস্য সম্পদ ধ্বংসের পাশাপাশি পানি নিষ্কাশনে চরম প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। ফলে তিন উপজেলায় রবিশস্য আবাদ সময়মতো না করতে পারার আশঙ্কায় পড়েছেন হাজার হাজার কৃষক। এলাকাবাসী জানান, চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের সাবেক মেম্বার মুকুল সরকার খলিশাগাড়ী বিলের মুখে এবং কিনু সরকারের জোলায় হাসান আলী নামের দু’ব্যক্তি দুটি অবৈধ সোঁতি বাঁধ নির্মাণ করেছেন। ফলে পানি নিষ্কাশন চরমভাবে ব্যাহত হচ্ছে। কৃষকরা জানান, চাটমোহর, বড়াইগ্রাম ও গুরুদাসপুরে বন্যার পানি নামার সাথে সাথে কাদা মাটিতে বিনাহালে রসুন, সরিষা ও গমের আবাদ করা হয়। কিন্তু অবৈধ সোঁতি বাঁধ আর অপরিকল্পিত জলকপাটের কারণে পানি দ্রুত নামতে পারছে না। এতে রবিশস্য আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ