Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

নিরপেক্ষ নির্বাচনের প্রধান অন্তরায় শেখ হাসিনা -রিজভী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৭, ২:২৫ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরপেক্ষ নির্বাচনের প্রধান অন্তরায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সমনে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘দেশনেত্রীকে মিথ্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সরকার, ঠিক আসার সময় হয়েছে যখন, তখনই পরোয়ানা জারি, এদের(সরকারের)ছক বাধা আছে, সব কিছু ডিজাইনের মধ্যে করছে, টাইমিং করা আছে সরকারের। কিন্তু গলায় গামছা দিয়ে ক্ষমতা থেকে যেদিন নামিয়ে দিবে দেশের জনগণ এটা তারা জানে না। তাদের মুখে গণতন্ত্রের কথা? তাহলে বাকশাল কী? বাকশাল মানেই গণতন্ত্র হত্যা, মিছিল করা যাবে না, প্রতিবাদ করা যাবে না।'

আইনমন্ত্রীর উদ্দেশ্যে রিজভী বলেন, আপনি নিজেই তো অর্বাচীনের দলে। আপনি জালিয়াতি করে জাল স্বাক্ষর করে প্রধান বিচারপতিকে বিদেশ যেতে বাধ্য করেছেন। আবার বলছেন আপনি সত্যবাদী, জনগণের অন্তরে আপনি যে মিথ্যাবাদী, তা বুঝতে পারছেন না?'

জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা বলা যাবে না, কবির কথা ভুল আওয়ামী লীগের কথা সত্য, আইনমন্ত্রীর কথা সত্য, তাদের কথা মানতে হবে , না মানলে আপনি মামলা খাবেন, গুম হবেন, খুন হবেন।

মহান মুক্তিযুদ্ধের সময় প্রধান নেতা বাড়িতে বসে থাকলেন আর দায়িত্ব পালন করলেন মেজর জিয়া। এজন্যই তার ওপর ক্ষোভ। শেখ হাসিনা বারবার জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। খালেদা জিয়া করেনি। দালালির চরিত্র, মোসাহেবি চরিত্র কেন খালেদা জিয়ার নেই? এজন্য খালেদা জিয়ার ওপর ক্ষোভ। নিরপেক্ষ নির্বাচনের প্রধান অন্তরায় ই তো শেখ হাসিনা, শেখ হাসিনার অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না।

রিজভী আরো বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে আওয়ামী লীগ বলেছে, ‘তিনি লন্ডনে বসে ষড়যন্ত্র করছেন, দেশে আসবেন না', খালেদা জিয়া দেশে অবশ্যই আসবেন, পালিয়ে যাবার নীতি তো আওয়ামী লীগের। মিথ্যা পরোয়ানা দিয়ে, আপনারা ভাবছেন দুর্বল করবেন?'

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন জাসাস নেতা মামুন আহমেদ, চলচ্চিত্র অভিনেতা হেলাল খান, অভিনেতা আশ্রাফ উদ্দিন উজ্জ্বল, অভিনেত্রী শায়লা, জাসাসের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক রতন শাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ মন্টু, তেজগাঁও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কবির প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিজভী

৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ