Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বারিধারা স্কলার্স ইনস্টিটিউশন -এ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ঢাকা সেনানিবাসে অবস্থিত বারিধারা স্কলার্স ইনস্টিটিউশন (বিএসআই) এর বার্ষিক বিজ্ঞান মেলা -২০১৭ নিজস্ব স্কুল ভবনে অনুষ্ঠিত হয় । আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানে হেডকোয়ার্টার লজিস্টিকস এরিয়া কমান্ডার, ঢাকা সেনানিবাস এবং প্রধান পৃষ্ঠপোষক, বিএসআই মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিজ্ঞান মেলার উদ্বোধন করেন । এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার. মো: মোজাম্মেল হক, পিএসসি, কমান্ড্যান্ট সেন্ট্রাল অর্ডন্যান্স ডিপো (সিওডি) ঢাকা সেনানিবাস, চেয়ারম্যান, গভর্ণিং বডি, বিএসআই । সম্মানিত প্রধান অতিথি এবং মাননীয় চেয়ারম্যান এ মেলায় প্রদর্শিত সবগুলো প্রজেক্ট ঘুরে দেখেন এবং বিজ্ঞানমনা শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করে তাদের বিজ্ঞানভিত্তিক সৃষ্টিধর্মী প্রতিভা এবং চিন্তাচেতনার ভূয়সী প্রশংসা করেন। এ ছাড়াও, সম্মানিত অভিভাবক ও অতিথিবৃন্দ এ মেলা ঘুরে দেখেন, শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন এবং বিএসআই বিজ্ঞান মেলায় প্রদর্শিত প্রজেক্ট সমূুহের মানের প্রশংসা করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ