বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অর্থনৈতিক রিপোর্টার : দেশ-বিদেশ ভ্রমণ কালে মাথাপিছু নগদ টাকা রাখার সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বিদেশ যাওয়ার সময় কোন ব্যক্তি বাংলাদেশী মুদ্রায় ন্যূনতম ১০ হাজার টাকা সঙ্গে নিতে পারবেন। আবার বিদেশ থেকে বাংলাদেশে ফেরার সময়ও একই পরিমাণ বাংলাদেশী মুদ্রা সঙ্গে আনতে পারবেন। আগে বিদেশী যাওয়া ও ফেরত আসার সময় সর্বোচ্চ ৫ হাজার টাকা করে সঙ্গে রাখা যেত। ফলে এই সীমা আগের চেয়ে দ্বিগুণ হলো। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন-১৯৪৭ (সংশোধিত ২০১৫) এর ৮(১) ধারার ক্ষমতা বলে পূর্বের সার্কুলার সংশোধন করে এই নির্দেশ জারি করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদেশ হতে বাংলাদেশে আগমনকালে এবং বাংলাদেশ হতে বহির্গমনকালে বহনযোগ্য বাংলাদেশী কারেন্সির পরিমাণ ৫ হাজার টাকা থেকে ১০ হাজার টাকায় উন্নীত করা হলো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।