Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাহাঙ্গীর হত্যা মামলার আরেক আসামির আদালতে আত্মসমর্পণ

| প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর এলাকার চাঞ্চল্যকর কিশোর জাহাঙ্গীর হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি নাঈম (১৯) আদালতে আতœসমর্পণ করেছে। গতকাল সোমবার দুপুরে ১ নং আমলি আদালতের বিচারক মাসুদুল হকের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গতকাল সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা, কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রোকন ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আতœসমর্পণকারী আসামি নাঈমকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
এর আগে অপহরণের ৭ দিন পর গত ১৪ সেপ্টেম্বর বিকেলে নগরীর বাঘমারা মেডিকেল কলেজ হোস্টেলের সেপটিক ট্যাংকের ভেতর থেকে কিশোর জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ হত্যাকাÐের ঘটনায় জাহাঙ্গীরের দাদী জোসনা বেগম জাতীয় পার্টির অঙ্গ সহযোগী সংগঠন জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি হোসেন আলী, তার দুই ছেলে রিপন ও আর এম রাসেলকে আসামি করে কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে রিপন পুলিশের হাতে গ্রেফতার হয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। পরবর্তীতে এ মামলার অন্যতম আসামি আলমগীর (২০) পুলিশের কাছে আতœসমর্পণ করে। পরে পুলিশের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।
তবে এ হত্যাকান্ডের প্রধান দুই আসামি হোসেন আলী ও তার ছেলে আর.এম.রাসেলকে রহস্যজনক কারণে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ, এমন অভিযোগ করেছেন মামলার বাদী জোসনা বেগম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ