Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে আটক

| প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের পৌর এলাকার একডালা পূর্নবাসন মহল্ল­ায় এক গৃহবধূকে গনধর্ষনের অভিযোগে ফিরোজ নামের একজনকে আটক করেছে পুলিশ। গণধর্ষণের অভিযোগে রোববার রাতে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ তাকে আটক করে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পৌর এলাকার রানীগ্রাম মহল্লার আবু বক্কারের স্ত্রী গত ১১ অক্টোবর মধ্যরাতে স্বামীর সাথে অভিমান করে বাড়ি থেকে একাকি বের হয়ে পাশ্ববর্তী গ্রাম বাবার বাড়িতে যাওয়ার পথে কোবদাস পাড়া মহল্লার আবু সাঈদের ছেলে বখাটে বাবু, আঃ কুদ্দুসের ছেলে রাসেল, সিদ্দিক আলীর ছেলে সাগর, একডালা পূর্ণবাসন এলাকার আঃ বারিকের ছেলে ফিরোজসহ ৫/৬ জন বখাটে যুবক তাকে অপহরন করে নিয়ে পানি উন্নয়ন বোর্ড (ওয়াবদা) অফিসের পাশে একটি নির্জন স্থানে গণধর্ষন করে। এরপর কোবদাস পাড়া মহল্লায় সাগরের বাড়িতে নিয়ে গিয়ে দ্বিতীয় দফায় এবং বেলা ওঠার সাথে সাথে একডালা পূর্নবাসন এলাকায় আরেকটি বাড়িতে আটক রেখে আবারও ওই গৃহবধূকে পালাক্রমে গণধর্ষণ করা হয়। পরে গৃহবধূ কৌশলে পালিয়ে বাড়ি ফিরে এসে এ ঘটনা পরিবারের লোকজনের কাছে ফাঁস করে দেয়। এ বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় কতিপয় লোকজন আপোষ মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। অবশেষে স্থানীয়দের সহযোগিতায় সোমবার সকালে ধর্ষিতা বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ