Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষের অভিযান চৌদ্দগ্রামে অবৈধ গ্যাসলাইন উচ্ছেদ

| প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে প্রায় ১২’শ পরিবারের ১৫১০ ফুট অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ করেছে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ। গতকাল সোমবার দুপুরে উপজেলার চিওড়া ইউনিয়নের নোয়াগ্রাম, ছোট সাতবাড়িয়া ও কান্দিরপাড় গ্রামে এ অভিযান চালানো হয়। এতে গ্যাসের প্রকৃত গ্রাহকরা সন্তোষ প্রকাশ করেছেন। এব্যাপারে বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক মোঃ হেলাল উদ্দিন শিকদার বলেন, দীর্ঘদিন ধরে অভিযোগের প্রেক্ষিতে গত সোমবার ওই গ্রামগুলোতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট দিপন দেবনাথের নেতৃত্বে অভিযান চালানো হয়। অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ