Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধান বিচারপতির ছুটি নিয়ে আইনমন্ত্রী অসত্য বলেছেন

আইনজীবীদের যৌথসভায় বক্তারা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

আইনজীবীদের যৌথসভায় বক্তারা বলেছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছুটি নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক অসত্য বলেছেন। তারা আরো বলেন, প্রেসিডেন্ট প্রধান বিচারপতিকে বাদ দিয়ে অন্য বিচারপতিদের ডেকে নিয়েছেন এবং তারপর তাদের বুঝিয়েছেন। এটা সংবিধানে নেই।
আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় আন্দোল অব্যাহত রাখার ঘোষণাও আইজীবীরা। গতকাল সোমবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা বার অ্যাসোসিয়েশন, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন ও ঢাকা মেট্রোপলিটন বার নেতৃবৃন্দের যৌথ সভা করে এ ঘোষণা দেয়া হয়। প্রধান বিচারপতির ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত এবং উদ্ভুত পরিস্থিতি আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা সমুন্নত রাখার প্রত্যয়ে করণীয় সর্ম্পকে সুপ্রিম কোর্ট বার ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তরা দেশের সকল বারের আইনজীবীদের নিয়ে বৃহত্তর সভা করা, প্রতি সপ্তাহে দুই দিন মানববন্ধন ও প্রতিবাদ সভা করা এবং যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ করার পক্ষে মত দিয়েছেন আইনজীবীরা। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে এবং সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের সঞ্চালনায় যৌথ সভায় বক্তব্য রাখেন আইনজীবী নেতা সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, বুরহান উদ্দিন, উম্মে কুলসুম রেখা, খোরশেদ মিয়া আলম, ইকবাল হোসেন, মহসিন মিয়া, আবদুল্লাহ মাহমুদ, আবু আব্বাস, আহসানউদ্দিন খান প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা আরো বলেন, প্রধান বিচারপতির ছুটি নিয়ে আইনমন্ত্রী অসত্য বলেছেন। প্রেসিডেন্ট প্রধান বিচারপতিকে বাদ দিয়ে অন্য বিচারপতিদের ডেকে নিয়েছেন এবং তারপর তাদের বুঝিয়েছেন। এটা সংবিধানে নেই। বিচারপতিরা বলতে পারেন না তারা একজনের সাথে বসবেন না।
আইনজীবীদের মানববন্ধন ও বিক্ষোভ: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে সুপ্রিম কোর্টে ফিরিয়ে দেয়ার দাবিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে শতাধিক আইনজীবী গতকালও বার ভবনের সামনে মানববন্ধন করেন। এতে বক্তব্য রাখেন তৈমুর আলম খন্দকার, মনির হোসেন, এবিএম রফিকুল হক তালুকদার রাজা, মির্জা আল মাহমুদ, আরিফা জেসমিন, শরিফ ইউ আহমেদ, মো: গোলাম আক্তার জাকির, মো: রোকনউজ্জামান সুজন প্রমুখ। মানববন্ধন শেষে আইনজীবীরা সুপ্রিম কোর্ট বার ভবনে বিক্ষোভ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধান বিচারপতি

২২ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ