Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জঙ্গি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে র‌্যাব মহাপরিচালক

| প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাবের) মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, প্রথম থেকেই র‌্যাব ১১ নিষ্ঠার সাথে কাজ করেছে। এখন পর্যন্ত ৪৯ জন জঙ্গীকে ধরতে সক্ষম হয়েছে র‌্যাব। গত রোববার রাতে র‌্যাব ১১ এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, জঙ্গী দমন একটি চলমান প্রক্রিয়া। শেষ জঙ্গী নির্মূল হবার আগ পর্যন্ত আমাদের অভিযান চলবে। র‌্যাব ১১ এর কার্যক্রম আরো বেগবান হবে। পরে টিভি অভিনেতা ইমাম হাসান সৌরভের সঞ্চালনায় পরে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি ও আমন্ত্রিত অতিথিরা। ফাহমিদা নবী, পলাশসহ অন্যান্য শিল্পীরা সেখানে গান পরিবেশন করেন। র‌্যাব ১১ এর অধিনায়ক লে. কর্ণেল কামরুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাব্বী মিয়া, জেলা পুলিশ সুপার মঈনুল হক, র‌্যাবের এডিজি কর্নেল আনোয়ার লতিফ খান, এএসপি আলেপ উদ্দিন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ