Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার নেওয়াজী

| প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, ময়মনসিংহ থেকে : ময়মনসিংহের শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) নির্বাচিত হয়েছেন এস.এ.নেওয়াজী পিপিএম। গতকাল সোমবার দুপুরে ময়মনসিংহের রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে তার হাতে শ্রেষ্ঠত্বের সনদ ও পুরস্কার তুলে দেন ডিআইজি নিবাস চন্দ্র মাঝি। এ সময় অতিরিক্ত ডিআইজি ড.আক্কাছ উদ্দিন ভূঞা, জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলামসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চলতি বছরের সেপ্টেম্বরে বিভিন্ন ক্ষেত্রে কর্মদক্ষতা ও সাফল্যের জন্য তাকে এ শ্রেষ্ঠত্বের পুরস্কার দেয়া হয়। একইভাবে শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পুরস্কার পেয়েছেন হালুয়াঘাট থানার কামরুল ইসলাম মিঞা, শ্রেষ্ঠ চোরাচালান ও মাদকদ্রব্য উদ্ধারকারী কর্মকর্তার পুরস্কার পেয়েছেন জামালপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম, শ্রেষ্ঠ ওয়ারেন্ট নিষ্পত্তিকারী কর্মকর্তা হয়েছেন মুক্তাগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হামিদুর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ