বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাবি রিপোর্টার: আগামী ২২ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ২০১৭-১৮ ¯œাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাকে সামনে রেখে কঠোর কর্মর্সূচি হাতে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. লুৎফর রহমান সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কর্মসূচির কথা জানান। এ সময় তিনি বলেন, সম্পূর্ন নিচ্ছিদ্র নিরাপত্তায় অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধ এবং পরীক্ষা যাতে সুষ্ঠ ভাবে সম্পূর্ণ হতে পারে তার জন্য যা যা প্রয়োজন তাই করা হবে। জালিয়াতি চক্রকে তাৎক্ষণিক শাস্তি প্রদানের জন্য থাকবে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ক্যাম্পাসে বিশৃঙ্খলা এড়াতে সেচ্ছাসেবী সংগঠনগুলোকে কোন ধরনের বুথ বসানোর অনুমতি দেওয়া হবে না। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বিগত ভর্তি পরীক্ষার সময় একটি করে পুলিশ কন্ট্রোলরুম থাকলেও, এবার তিনটি কন্ট্রোলরুম রাখা হবে। একটি সিনেট ভবনের সামনে, অন্যদুটি বিনোদপুর ও কাজলা গেটে।’ প্রসঙ্গত, ২০১৭-২০১৮ স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ৪ হাজার ৬ শত ৩২ টি (কোটাসহ) আসনের বিপরীতে ৩ লাখ ১৬ হাজার ১ শত ২০ জন শিক্ষার্থী লড়বে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।