পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর মুগদা এলাকায় জিরানী খালে পড়ে নিখোঁজ হওয়া শিশু হৃদয়ের (৩) খোঁজ এখনও মেলেনি। গত রোববার বিকেল ৫টার দিকে শিশুটি বাশেঁর সাঁকো পার হতে গেলে ওই খালে পড়ে যায় সে। গতকাল সোমবার রাত ১০টা পর্যন্ত ৩০ ঘণ্টার বেশি সময় পার হলেও খোঁজ মেলেনি হৃদয়ের।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিভিশনের কর্মী ও স্থানীয়রা উদ্ধার কাজ পরিচালনা করছেন। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) দেবাশীষ বর্ধন বলেন, আমাদের উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। খালের গভীরতা অনেক তবে উপরে ময়লা-আবর্জনায় পূরু স্তরের সৃষ্টি হয়েছে। খালের নিচে অসংখ্য ছোট-বড় বাঁশ রয়েছে। এ জন্য আমাদের ডুবুরিরা নিচে গিয়ে তল্লাশি চালাতে পারছেন না। খালের উপরে ময়লাগুলো পরিষ্কার করার কাজ চলছে। তবে খালের নিচের স্থানটি প্রচুর ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে বলেও জানান দেবাশীষ বর্ধন। ঘটনাস্থলে দেখা যায়, স্থানীয় লোকজন খালের উপরে থাকা ময়লাগুলো সরানোর কাজ করছে। দীর্ঘদিন যাবত ময়লা ফেলার কারণে খালের উপর অনেক শক্ত স্তরের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল ঘিরে স্থানীয় উৎসুক জনতার ভিড়ও রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মদিনাবাগ এলাকার ওই খালে পড়ে এর আগেও এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। পুরো এ খালটি সরকারি হলেও স্থানীয়রা দখল করে ঘর-বাড়ি তৈরি করেছেন। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নাজমা আক্তার বলেন, রাত ১টার সময় উদ্ধার কাজ বন্ধ হয়েছিল। সকাল সাড়ে ৬টা আবার শুরু হয়েছে। এখনো শিশুটিকে পাওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।