Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ার ‘অর্ডার অব ফ্রেন্ডশিপ’ পেলেন সাবের হোসেন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

 আন্তঃসংসদীয় সম্পর্ক উন্নয়নে ভ‚মিকা রাখার জন্য রাশিয়ার রাষ্ট্রীয় পদক ‘অর্ডার অব ফ্রেন্ডশিপ’ পেয়েছেন সংসদ সদস্য ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী। পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেনের দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে আইপিইউর ১৩৭তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভøলাদিমির পুতিন এ পদক দেন।
গত ৯ অক্টোবর প্রেসিডেন্ট পুতিন স্বাক্ষরিত রাষ্ট্রীয় পদক সংক্রান্ত ৪৭৫ নম্বর প্রেসিডেন্টশিয়াল ডিক্রিতে বলা হয়, আন্তঃসংসদীয় সম্পর্ক উন্নয়নে বিশাল ভূমিকা রাখার জন্য ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সাথে রাশিয়ান ফেডারেশনের ফেডারেল অ্যাসেম্বলির পারস্পরিক সমঝোতা ও সহযোগিতা সূদৃঢ় করতে ভূমিকা রাখার জন্য সাবের হোসেনকে এ পদক দেওয়া হয়।
১৯৯৪ সালে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন এ পদক দেওয়া শুরু করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুরষ্কার গ্রহণ করে সাবের হোসেন চৌধুরী তা তার নিজ নির্বাচনী এলাকা ঢাকা-৯ এর জনগণ ও যেসব এমপি উত্তম বিশ্ব বিনির্মাণে কাজ করেছেন তাদের উৎসর্গ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ