Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বর্জ্য অপসারণে হাইকোর্টের নির্দেশ পালন করা হবে

দনিয়া ইউনিয়নে ১২৪ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে সাঈদ খোকন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

বর্জ্য অপসারণে হাইকোর্টের দেওয়া নির্দেশনা যথাযথভাবে পালন করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। গতকাল সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নতুন সংযুক্ত দনিয়া ইউনিয়নে উন্নয়নমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র সাঈদ খোকন এ কথা বলেন।
মেয়র বলেন, সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি রাত দশটা থেকে ভোর ৬টার মধ্যে সরানোর জন্য হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছেন তা যথাযথভাবে পালন কর হবে। সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা কর্মচারী বা পরিচ্ছন্ন কর্মী নিয়ম না মানলে তাদের ব্যপারে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজধানীর আধুনিক সুযোগ-সুবিধা নব-সংযুক্ত ইউনিয়নগুলিতেও নিশ্চিত করা হবে এমন ঘোষণা দিয়ে মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, এসব কার্যক্রমের অংশ হিসেবে ১২৪ কোটি টাকা ব্যয়ে দনিয়া ইউনিয়নের সড়ক ও অবকাঠামো নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, এলইডি বাতি স্থাপন ইত্যাদি কাজের উদ্বোধন করা হলো।
দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালের সভাপতিত্বে অনুষ্ঠিত উন্নয়ন কাজের এ উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা, প্রধান প্রকৌশলী ফরাজী শাহাবুদ্দিন আহমেদ, প্রকল্প পরিচালক বোরহান আহমেদসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা কাজী মনিরুল ইসলাম মনু, আওয়ামী লীগের অংগ-সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্পোরেশনের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দনিয়া প্রকল্পে অন্তর্ভূক্ত মেরাজ নগর, আব্দুল্লাহপুর, গোবিন্দপুর, কুতুবখালী, কাজলা, রায়েরবাগ, পলাশপুর, স্মৃতিধারা আবাসিক এলাকা, পাটেরবাগ, শনির আখড়া, নূরপুর ব্যাংক কলোণী, নূরবাগ মসজিদ এলাকা, নাসির উদ্দিন রোড, দনিয়া প্রধান সড়ক, তিতাস গ্যাস রোড, মেডিহোপ হসপিটাল রোড, জুরাইন সুইট স্টোর রোড, হাবিবুর রহমান মোল্লা রোড এবং রায়েরবাগ প্রধান সড়ক এলাকায় উন্নয়ন কাজ শুরু হবে।
শনির আখড়া (আর এস শপিং কমপ্লেক্সের সামনে) এলাকাবাসীর সাথে মতবিনিময় উপলক্ষে আয়োজিত সভায় মেয়র সাঈদ খোকন আরো বলেন, কর্পোরেশনের সাথে নব-সংযুক্ত ৮টি ইউনিয়নের অধিবাসীদের সব ধরনের নাগরিক সুবিধা প্রদানের লক্ষ্যে কর্পোরেশন বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার দনিয়া এলাকার ১২ থেকে ৩০ ফুট প্রস্থের ২৬ দশশিক ৯১ কি.মি. আয়তনের আরসিসি, সিসি ঢালাইয়ের ১১০টি রাস্তা নির্মাণ, সড়কের ৩০ দশমিক ৬০ কি.মি. নর্দমা ও ফুটপাথ নির্মাণ, ২৬ দশমিক ৯১ কি.মি. সড়কে এক হাজার ৫৭৬টি এলইডি সড়কবাতি স্থাপন কাজের উদ্বোধন করা হল। ইতোপূর্বে ডেমরা, সারুলিয়া এবং মাতুয়াইল ইউনিয়নেও বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ