রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাতে ৫০ টাকা থেকে ইচ্ছেমতো
কলাপাড়া (পটুয়াখালী) থেকে এ এম মিজানুর রহমান বুলেট : পটুয়াখালীর কলাপাড়ায় বালিয়াতলী খেয়াঘাটে যাত্রী পারাপারের নামে নেয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। নির্ধারিত জনপ্রতি ভাড়া চার টাকার পরিবর্তে আদায় করা হচ্ছে ১০ টাকা। মোটরসাইকেল পারাপারে ১০ টাকার পরিবর্তে নেয়া হচ্ছে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত। হাতে ছোট ব্যাগ থাকলেও তার জন্য দিতে হচ্ছে ভাড়া। আবার রাতে ব্যক্তি দেখে ইচ্ছেমতো আদায় করা হচ্ছে ভাড়া। আর অতিরিক্ত টাকা না দিলে হতে হচ্ছে লাঞ্ছিত। প্রকাশ্যে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত এ টাকা হাতিয়ে নিচ্ছে ইজারাদার প্রতিষ্ঠান। আভিযোগ রয়েছে, জনপ্রতিনিধিদের জ্ঞাতসারে এমন ভাড়া আদায় করা হলেও দেখার যেন কেউ নেই।
জানা গেছে, ২০১৬ সালের ৯ মে উপজেলা নির্বাহী অফিসারের নির্ধারিত টোলরেট অনুসারে খেয়া পারাপারে ইঞ্জিনচালিত নৌকায় যাত্রীপ্রতি ভাড়া চার টাকা। বৈঠাচালিত নৌকায় দুই টাকা। মোটরসাইকেল ১০ টাকা। বাইসাইকেল চার টাকা। ছাগল-ভেড়া চার টাকা। গরু-মহিষ ১০ টাকা। বিভিন্ন মালামাল ৪০ কে.জি পর্যন্ত তিন টাকা এবং রিকশা-ভ্যান ছয় টাকার টোলচার্ট করা হয়। আর এ টোলচার্ট প্রতিটি খেয়াঘাটের দৃশ্যমান স্থানে প্রদর্শনের নিয়ম রয়েছে।
এদিকে কলাপাড়ায় মোট ২১টি খেয়াঘাট ইজারা দেয় উপজেলা প্রশাসন। আর দু’টি ইজারা দেয় কলাপাড়া পৌরপ্রশাসন। এসব খেয়াঘাটের আদায়কারীর বিরুদ্ধে বখাটেপনাসহ অতিরিক্ত ভাড়া অদায়ে রয়েছে নান অভিযোগ। বিষয়টি বিভিন্ন সময় উপজেলা আইনশৃঙ্খলার সভায় উত্থাপিত হয়েছে। কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হয়নি। বালিয়াতলী খেয়াঘাটের ভাড়া আদায়কারী মুসা গাজী সাংবাদিকদের জানান, তারা বেশি টাকায় ইজারা নিয়েছেন। তাই চার টাকার পরিবর্তে ১০ টাকা নিচ্ছেন। এর কম নিলে তাদের লস হবে। তবে কারো কাছ থেকে জোর করে ভাড়া আদায় করছেন না। এ ব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার তানভীর রহমান জানান, আমি কিছুদিন হয়েছে নতুন এসেছি। তদন্ত করে খেয়া মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।