Inqilab Logo

শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

এলপিজি সিলিন্ডারের দাম লাগামহীন

| প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

সাতকানিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : সাতকানিয়ায় পাল্লা দিয়ে বাড়ছে রান্নার কাজে ব্যবহৃত বোতলজাত এলপিজি সিলিন্ডারের দাম। একমাসের ব্যবধানে বেসরকারি এলপিজি গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ২০০-৩০০ টাকা পর্যন্ত বেড়েছে। অন্যদিকে বাংলাদেশ পেট্টোলিয়াম করপোরেশন (বিপিসি) এক সিলিন্ডার গ্যাসের সরকারি মূল্য ৬৭৮ টাকা হলেও ডিলারেরা গড়ে তা ৯৫০ থেকে এক হাজার টাকায় বিক্রি করছেন। ডিলারদের দাবি, তাদের কাছে সিমিত পরিমাণ সিলিন্ডার গ্যাস সরবরাহ করা হচ্ছে, এতে পরিবহণ খরচ বেড়ে গেছে। তা ছাড়া চাহিদা অনুযায়ী সরকারি সিলিন্ডার বরাদ্দ ও মিলছে না। এসব কারণে অনেক ডিলার (বিপিসি) সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ করে দিয়েছে। এই সুযোগে বেসরকারি কোম্পানিগুলো কুরবানির ঈদের পর থেকে এলপিজি গ্যাসের দাম ২০০ টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। সাতকানিয়া উপজেলার কেরানীহাট, সাতকানিয়া সদরসহ বিভিন্ন এলাকায় প্রায় ১০টি ডিলারের দোকান রয়েছে। গতকাল সরেজমিন ক্রেতা ও বিক্রেতার সাথে কথা বলে জানা যায়, এক মাস আগে এলপিজি সিলিন্ডার বিক্রি হয়েছে গড়ে ৮০০ টাকা। এখন সরকারি সিলিন্ডার গ্যাস এক হাজার টাকায়ও মিলছে না। অন্যদিকে বেসরকারি কোম্পানির সিলিন্ডার গ্যাসের দাম আগে ছিল গড়ে ৮৫০-৯০০ টাকা। এখন তা এক হাজার ১০০ থেকে এক হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। সাধারণ মানুষ মনে করছে, এভাবে কিছুদিন পরপর গ্যাস ও বিদ্যুতের দাম বাড়লে তারা সংসার চালাবে কিভাবে?



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ