Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

নেত্রকোনায় রাইফেল ও গুলি উদ্ধার

প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা : নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌরসভার টেঙ্গা এলাকার স্লুইসগেটের কাছে গতকাল বৃহস্পতিবার দুপুরে সাপমরা খালে মাছ ধরতে গিয়ে মাছের বদলে জালে উঠে এসেছে একটি কাটা রাইফেল ও ৮ রাউন্ড গুলি। এনিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানায়, টেঙ্গা এলাকার এক শিশু গতকাল বৃহস্পতিবার দুপুরে বাড়ীর সামনে স্লুইসগেটের সন্নিকটে সাপমরা খালে জাল দিয়ে মাছ ধরতে নামে। মাছ ধরার এক পর্যায়ে তার জালে একটি কাটা রাইফেল ও গুলি উঠে আসে। সেগুলো ভাঙ্গারীর দোকানে বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় শিশুটি তার বাড়ীর আশপাশের লোকজনকে দেখালে তারা তাৎক্ষনিক বিষয়টি থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুর কাছ থেকে কুড়িয়ে পাওয়া কাটা রাইফেল ও ৮ রাউন্ড গুলি জব্ধ করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে পুলিশ সুপার জয়দেব চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি রাইফেল ও গুলি উদ্ধারের কথা স্বীকার করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ