Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোরো বীজ বিক্রয়ে অনিয়মের বিরুদ্ধে নরসিংদীর ডিসির হুঁশিয়ারী

| প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

 

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : বোরো ধান বীজ বিক্রয়ে অনিয়মের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী উচ্চারণ করেছেন নরসিংদী জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। তিনি বলেছেন, চলতি বছর বোরো ধানের উৎপাদন ও ফলন শতভাগ নিশ্চিতকরনে সরকার বদ্ধপরিকর। এ ক্ষেত্রে কোনপ্রকার দুর্নীতি বা শৈথিল্য বরদাস্ত করা হবে না। নরসিংদী জেলার জন্য বরাদ্দকৃত বোরো ধানের বীজ শুধু মাত্র নরসিংদী জেলায় বিক্রি করতে হবে। নরসিংদীর বীজ অন্য জেলায় বিক্রি করা যাবে না। এ ক্ষেত্রে কোন অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি গতকাল রোববার নরসিংদী বিএডিসি বীজ বিপনন কেন্দ্রে বোরো ধানের বীজ বিক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এ কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএডিসি সার ও বীজ ডিলার এসোসিয়েশন, নরসিংদীর সভাপতি আব্দুস সালাম। বক্তৃতা করেন, বিপনন কেন্দ্রের সিনিয়র সহকারী পরিচালক ড. আবু রেজা মোহাম্মদ মাহফুজুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী কৃষি উপ-পরিচালক বিশিষ্ট কৃষিবিদ লতাফত হোসেন, নরসিংদী সদর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হাইসহ সার ও বীজ ডিলারগণ উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ