বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জাবি সংবাদদাতা : তিন লাখ টাকা চুক্তির বিনিময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অন্যের হয়ে ভর্তি পরীক্ষা (প্রক্সি) দিতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আটক হয়েছেন। পরে ভ্রাম্যমান আদালত তার জালিয়াতির প্রমাণ পেলে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।
গতকাল বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ১ম শিফটের পরীক্ষা চলাকালে তাকে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষার হল থেকে তাকে আটক করা হয়। আটককৃত শিক্ষার্থীর নাম রাকিবুল হাসান। তিনি ঢাবির রাষ্ট্রবিজ্ঞানের ১ম বর্ষের শিক্ষার্থী এবং বিজয় ৭১ হলের আবাসিক ছাত্র।
ভ্রাম্যমান আদালত পরিচালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভারের সহকারী কমিশনার (ভূমি) প্রণব কুমার ঘোষ বলেন, ‘১৮৬০ এর ১৮৮ ধারায় সে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে নির্দেশনা ছিল তা অমান্য করছে। যার কারণে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।’
এসময় তিনি আরো বলেন, ‘তার সাথে আরো তিনজন জালিয়াতি করতে ক্যাম্পাসে আসে। এদের মধ্যে রাকিবকে প্রশাসন আটক করতে পেরেছে। বাকিরা পালিয়ে যায়। তাদের ব্যাপারে পুলিশ যথাযথ ব্যাবস্থা নিবে। তবে তারা অনেক বড় একটি চক্র। তারা বিশ্ববিদ্যালয়ে দাঙ্গা ঘটানোর চেষ্টা করেছিল।’
এদিকে জিজ্ঞাসাবাদে রাকিব বলেন, জয়নাল আবেদীন (রোল নং ২১৫৪১৯) নামের এক শিক্ষার্থীকে জাবিতে ভর্তি করিয়ে দেওয়ার জন্য জগন্নাথ বিশ^বিদ্যালয় থেকে বিবিএ শেষ করা কামরুজ্জামান লিজুর সাথে তিন লাখ টাকার চুক্তি করেন। চুক্তি অনুযায়ী ভর্তিচ্ছুক ছবি পরিবর্তন করে পরীক্ষায় অংশ গ্রহণ করতে এসে আটক হন তিনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যারয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, ‘পরীক্ষার হলে হল পরিদর্শকরা পরিক্ষার্থীর ছবির সাথে প্রবেশপত্রের ছবির মিল খুঁজে পায়না। এজন্য তাকে আটক করে প্রক্টরিয়াল বডির হাতে তুলে দেন। পরে জিজ্ঞাসাবাদে সে অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার কথা শিকার করলে ভ্রাম্যমান আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।